
Selahaddin Eyyubi 2 in Bangla
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর সালাহউদ্দিন আইয়ুবি সিরিজটির ভলিউম ১ রিলিজ হয়েছে। আজ আমরা ভলিউম ১ নিয়ে আলোচনা করব।
1/মুসলিম বিশ্বে বিশৃঙ্খলা ও ঐক্য বিনষ্টঃ যখন আনাতোলিয়া থেকে পবিত্র শহর জেরুজালেম পর্যন্ত মোসলমানদের ছায়া তলে ছিল। তখন এই ভুমি গুলোতে ন্যায় বিচার ও শান্তি বিরাজ করছিল। ক্রুসেডাররা বুঝতে পারে যে, এই ভাবে চলতে থাকলে খ্রিষ্টানদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। ঠিক তখনি তারা ঐক্যবদ্ধ হতে শুরু করে।
মুসলমানদের ধ্বংস করার জন্য তারা প্রতিজ্ঞা বন্ধ হয়। এই ভাবে খ্রিষ্টান সৈন্যরা ইসলামী ভু্ূমিতে আক্রমণ করে।আনাতোলিয়া এবং আরও অনেক মুসলিম দেশে মুসলমানদের হত্যা করা শুরু করে। নারী ও শিশুদের কোন ভাবেই তারা ছাড় দেয়নি। শুধু তাই নই আল্লাহর ঘর মসজিদও ধ্বংস করেছিল এবং আল্লাহর কিতাব কোরআনও পুড়িয়ে দিয়েছিল।
তারা সর্বত্র বিশৃঙ্খলা ও রক্তপাত ছড়িয়ে দিয়ে ছিল। মুসমানদের মধ্যে শত্রুতা বেড়ে গিয়েছিল এবং ঐক্য নষ্ট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পবিত্র শহর জেরুজালেমও তারা দখল করে ফেলেছিল। জেরুজালেমেও সহিংসতা, নিপীড়ন ও রক্তপাত শুরু হয়ে যায়।
2/ সালাহউদ্দিন আইয়ুবি জন্ম ও মুসলিম বিশ্বের নতুন অধ্যায়ের সূচনাঃ
যখন মুসলিম বিশ্বের ঐক্য নষ্ট হয়ে গিয়েছিল এবং সারা বিশ্বের মুসলমান সব জায়গায় মার খাচ্ছিল টিক তখন আমির নুরউদ্দিন অপেক্ষা করছিলেন। তার ঘরে এমন একটি সন্তান জন্ম নিবে যে কিনা আনাতোলিয়ার থেকে পবিত্র শহর জেরুজালেম পর্যন্ত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্টা করবেন।
ঠিক তখনই আমির নুরউদ্দিনের হাতুনের প্রসব ব্যাথা শুরু হয়। তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে নিজে এবং সন্তান মারা যান। আমির নুরউদ্দিনের সব স্বপ্ন নিমিষে শেষ হয়ে যায়। অপর দিকে আমির ভিহরুজ আমির নিজমেদ্দিন আইয়ুবিকে হত্যা চেষ্টা করাই আমির নিজমেদ্দিন আইয়ুবি তার পরিবার ও অনুসারীদের নিয়ে জেঙ্গী রাজ্যে দিকে আগ্রসর হয়। মাঝ পথে তার স্ত্রী ফাতেমা হাতুনের প্রসব ব্যাথা শুরু হয়।
তখন আমির নিজমেদ্দিন তার ছোট দুই ছেলে তুরাহানশাহ ও শাহিনশাহকে এবং তার অনুসারীদের নিয়ে জেঙ্গীর আমির নুরউদ্দিনের কাছে যাওয়ার জন্য তার ভাই সিরকোহকে নির্দেশ দেন। কারণ আমির ভিহরুজ তাদের পিছনে লেগেছে। তাদের পেলে হত্যা করা হবে। তারপর ফাতেমা হাতুন একটি পুত্র সন্তান জন্ম দেয়। কিন্তু এর মাঝে আমির ভিহরুজ তার বাহিনী নিয়ে আমির নিজমেদ্দিনকে আক্রম করে তাকে এবং তার বংশকে শেষ করে দেওয়ার জন্য।
এদিকে আমির নিজমেদ্দিনের ভাই আমির নুরউদ্দিনের কাছে আসে এবং বিস্তারিত বলেন। তারপর আমির নুরউদ্দিনের নিজে সৈন্য নিয়ে আমির নিজমেদ্দিনের কাছে জান এবং তাদের সবাইকে উদ্ধার করেন। আর আমির ভিহরুজকে শিরচ্ছেদ করেন। আমির নুরউদ্দিন আমির নিজমেদ্দিন ও তার পরিবারকে রক্ষা করাই তার প্রতি আনুগত্য স্বীকার করেন। more
তারপর আমির নুরউদ্দিন বিনিময়ে আমির নিজমেদ্দিন আইয়ুবির নবজাত শিশুকে চান। কারণ জেরুজালেমসহ মুসলিম বিশ্বের ন্যায় প্রতিষ্টার জন্য এবং সেলজুল রাজ্যের উত্তরসূরি নির্ধারণের জন্য। আমির নুরউদ্দিন মৃত সন্তান জন্ম হওয়াই এবং সেলজুক রাজ্যে ভবিষ্যৎ অনিশ্চিত থাকাই আইয়ুব এর নবজাত ছেলেকে নিজের ছেলের পরিচয়ে বড় করতে চান। তাই তিনি আইয়ুব বে’র ছেলেকে সালাহউদ্দিন জেঙ্গী নামে নিজের সন্তান হিসাবে ঘোষনা করেন। more
সালাহউদ্দিন আইয়ুবী ২ বাংলা
Server-1
Server-2
Server-3 WITH ADS
Server-4 WITH ADS
One Comment